বীজতলা প্রেমে, কৃষকধ্যাণে-
সোনালী স্বপ্ন দেখি 'সবুজে ডানা' মেলে!

তুমিও সঙ্গ দাও আমায় বিপ্লবে!
কৃষাণী হও,
স্বপ্নে স্বপ্নে ডুবে রও!

পৃথিবী সমৃদ্ধ হোক-
প্রেম ও ফসলের যুগপথ গানে!
-------
কবিতাটি দৈনিক স্বদেশ প্রতিদিন এ প্রকাশিত।