মায়ের ভাষাকে কোনও নিয়মে বেঁধো নাকো।
মাতৃভাষার প্রেমে, মমতায়, ডুবে সবাই থাকো।
যার আঞ্চলিকতা থাক তার মুখে,
ফুটুক কথার ফুল সীমাহীন সুখে,
শ্রদ্ধার সাথে গাঁথো সকলে, সকল ভাষার সাঁকো।