ভাষা মানে      আশা ভরা
      মনের কথা বলা,
ভাষা মানে       স্বপ্ন দেখা
       নতুন পথে চলা।
ভাষা মানে      তুলে ধরা
         আপন পরিচয়,
ভাষা মানে      বিশ্ব জুড়ে
      ছড়িয়ে দেয়া জয়।
------
ছড়াটি দৈনিক ইত্তেফাক এর কচি-কাঁচার আসরে প্রকাশিত।