কোন কবি'র প্রয়াণে আমি 'বিদায়' জানাই না,
এ কেবল দৃষ্টি সীমানার অতিক্রম!
কবি বেঁচে থাকেন অনন্ত আগামীর মাঝে-
মানুষের ভালোবাসায়।
বেঁচে থাকুন, কবি শঙ্খ ঘোষ।
অনন্তকালের ভালোবাসা!
"আবার আমাদের দেখা হবে কখনো
দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
দেখা হবে সুপুরি বনের কিনারে!"
ঠিক, তোমার কবিতার মতো-
বিশ্বাস রাখি,
সমকাল ছাপিয়ে মহাকালের আত্মিক বন্ধনে-
তোমার মৃত্যু নেই!
বিষাদের 'বিদায়' শব্দটি বেমানান
তোমার জন্যে।
তোমাকে প্রকৃতির ভালোবাসা।
নক্ষত্রমণ্ডলে হোক তোমার
জাঁকজমক বাসা!
ধ্যানসংযোগে পাঠকেরা
তোমায় ঘিরে থাকুক চিরকাল।
শঙ্খ ঘোষ, বিদায় নয়,
অনন্তকালের ভালোবাসা!