দুর্জনের বাজারে- সজ্জন ওজনে হালকা!
মর্যাদাবোধের বাটখারা তাই নিজের কাছে রেখো,
মাঝেমাঝে নিজেকে নিজে মেপো।
বিশেষত, ঘুমোতে যাবার পূর্বে-
যখন রাত গভীর হয়, নেমে আসে নিস্তব্ধতা-
সরব করো তখন নিউরন সমস্ত।
নিক্তি নাঁচাও-
দোলে কোন দোলে? দেখো।
ঝুল দুর্জনে হলে বেশি-
পরিশুদ্ধবোধে, সরিয়ে ফেলো-
যতসব ময়লা জমেছিল তোমার সজ্জন মনে।
ওজন বাড়াও নিজের!
প্রতিটি ভোর হোক-
শুভ্রতায় নির্মিত এক নতুন 'তুমি' নিয়ে।
--------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।