এই দেহের ডালে ডালে,
বাসা বেঁধেছে-
             কিছু রোগ,
             কিছু শোক,
             কিছু দুঃখ।
সেসব পাখিরা ডাকে প্রতিদিন!
ডেকে ডেকে যেদিন-
             অস্থির হবে,
             ক্লান্ত হবে,
             নির্বাক হবে,
সেদিন ভীষণ মমতায়-
প্রিয় মাটির বুকে,
আমিও বাসা বাঁধবো-
বাবার মতো!
--------
উৎসর্গঃ বাবা নেই যাদের।