উষ্ণ ভেবে- চেয়েছি জল,
পেয়েছি বরফ। সম্পর্ক শীতল!
তারপর অপেক্ষা...
অপেক্ষা করছি, যদি বরফ গলতে শুরু করে কখনো-
তৃষ্ণা মেটাবো জলে তখন।
ভয় পিছে-
পরিসংখ্যান বলে, আশি শতাংশ বণিক-
তোমার উঠোনে পসরা সাজিয়ে বসে আছে,
তথাকথিত জনকল্যাণে!
সেখানে প্রেমিক,
কোন বাটখারায় সঠিক ওজন পাবে-
ভালোবাসার?

বরফ সম্পর্ক চলমান...
প্রেম নেই প্রেমিকের ভাগ্যে।
রাজনীতি হাতে নেই রাজনীতিবিদের!