আমি আমার মতো থাকি
তুমি তোমার মতো রও,
আমি আমার কথা বলি
তুমি তোমার কথা কও!
ঠোকাঠুকি আর ভালো লাগে না
ভালো লাগে না চেঁচামেচি সুর,
বরং ভালো একলা একা থাকা
একলা চলা যতো ইচ্ছে দূর!
রেলের মতো সমান্তরাল যে পথ
সেথায় মোহনা খোঁজা ভুল,
গুচ্ছ গুচ্ছ কাঁটার বন চিঁড়ে
ফুটুক যার মতো তার ফুল!