বাংলার ডাক্তার, বাংলার নার্স
তোমাদের জানাই সালাম,
জীবন যুদ্ধে তোমরা সৈনিক
সেবা দাও অবিরাম।
তোমাদের জানাই সালাম।।
রোগীর সেবায়, দেশের সেবায়
জিতবে যুদ্ধে বারবার,
সবার আশা তোমাদের ঘিরে
তোমরা জাতির অহংকার।
একাত্তরের বীর সেনাদের মতো
যুদ্ধ করো অবিরাম।
তোমাদের জানাই সালাম।।
তোমাদের জন্য শুভ কামনা
ভালোবাসা ভরা হৃদয়,
রাখো মনোবল শক্ত করে
মানবতার হবে জয়।
দেশের জন্য তোমরা আনবে
সেরা সফলতা, সুনাম ।।
তোমাদের জানাই সালাম।।
(গানের কবিতা)