কতো লোকে কতো কথা বলে-
তার মাঝে কি আমার কথা চলে !
যদি চলে –
একটা কথা বলতে চাই !

বাংলাদেশের সংবিধানে "অসমতার" কথা নাই ।
রক্তের অক্ষরে লেখা সংবিধানে "অসমতার" কথা নাই ।

ধারা উনিশ : সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন ।
একটু অশুদ্ধ ভাষায়ই বলি : এই ধারার ব্যাখ্যায় আপনি কি কইবেন?

ধারা ছাব্বিশ : মৌলিক অধিকারের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি আইন বাতিল হইয়া যাইবে ।
এখন বলি : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করণে চাকরিও-তো মৌলিক অধিকারের মর্যদাই পাইবে ।


ধারা উনত্রিশ :  প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।
ভাবুন : এই ধারার উপধারা  (১) অস্বীকার করে- উপধারা  (৩) কতটুকু গ্রহণযোগ্যতা পাইবে, যুক্তিযুক্ত থাকিবে ।  


আবার বলছি -
বাংলাদেশের সংবিধানে "অসমতার" কথা নাই ।
রক্তের অক্ষরে লেখা সংবিধানে "অসমতার" কথা নাই ।