ফিলিস্তিনের দিকে তাকিয়ে ভাবি—
একখণ্ড স্বাধীন ভূমি কতটা দামি!
মাহমুদ দারবিশের কবিতা পড়েছি ভাই,
একাত্তরের বীর সেনাদের তাই ভুলি নাই!
আমাদের বিজয়ের এই মহান ক্ষণে
একটাই প্রার্থনা জাগে মনে,
পৃথিবীর সংগ্রামী প্রান্তরে প্রান্তরে—
বিজয় আসুক সব মুক্তিসেনার ঘরে!
-------
কবিতাটি দৈনিক প্রথম আলোর বন্ধুসভায় প্রকাশিত।