দুর্বার আঁধার ফের এসেছে পৃথিবীর বুকে,
থামাতে পারছে না কেউ!
দিন দিন মানুষেরা হারিয়ে ফেলছে বোধ।
মানবিক আচরণ বিলুপ্তির পথে।
ত্রাসের আঁধারে গ্রাস হয়ে যাচ্ছে সব।
যেন কুরুক্ষেত্র সর্বত্র, চলছে যুদ্ধ।
দুঃসময়ে মানবতা।
লঙ্ঘিত মানবাধিকার।
কে হবে ত্রাতা এই সময়ে,
কে হবে আঁধার তাড়ানোর অবতার?
অসুর বধ করে, রক্ষা করতে হবে মনভূমি।
শান্তির সুর চাই। চাই পবিত্র হোক পৃথিবী।
কৃষ্ণের উত্তরসূরি সকল,
দ্রুত এসো, চলছে অষ্টমীর তিথি...
জ্বালাও আলোর বীথি। বাজাও বাঁশি কৃষ্ণের।
অষ্টমীর বাঁশির সুরে- আঁধার কেটে যাক ফের।