শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
নদীর পাড় ভাঙার স্মৃতিচিহ্ন। মনে থাকুক
বিদীর্ণ পাহাড়ের ঝর্ণা। মনে থাকুক
তৃষ্ণার্ত পাখির হঠাৎ হঠাৎ জল পান।
প্রেম আমাদের কোনদিনই ছিলো না!
মনস্তাত্ত্বিক জগতের জৈবিক খেলা
বেপরোয়া বয়স উপেক্ষা করতে শেখেনি তখনও
পরিচ্ছন্ন পরিচ্ছেদে পরিচয় ছিলো না। হয়তো তাই
পরিচয় ঘটেছিল ফ্রয়েডীয় বাসরে।
ফান্টাসি'র ফানুস নিভে যাবার পরে
দুজনেই দুজনকে দেখলাম বেশ অচেনা।
যেন রাতের আকাশের দুই নক্ষত্র দুরত্ব নিয়ে,
পৃথিবীর চোখে কাছাকাছি থেকেছি।
ম্যাচিউরিটি এসেছে এখন, দাবি উভয়ের।
সুতরাং শেষটা সুন্দর হোক আমাদের!
শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
মেঘ থেকে ছিটকে পড়া বৃষ্টির শব্দ। মনে থাকুক
ঘাসের বুকে ক্লান্ত শিউলির দান। মনে থাকুক
ফসল শেষে বৃক্ষের অবশিষ্ট হিউমাস। মনে থাকুক
ফুড ওয়েব, ফুড চেইন, বাস্তুসংস্থান।
বিদায়।
শেষটা সুন্দর হোক আমাদের!
শুভ হোক বাধন ভাঙার ক্ষণ!