দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার!
সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি যেমন স্পষ্ট কথা বলে চোখে, রেটিনার প্রতিবিম্বে, তেমন-
মানসপটের ব্যাকগ্রাউন্ডঃ যতো সাদা, ততো প্রতিফলন মনুষ্যত্বের, প্রতিবিম্ব- প্রকৃত মানুষের।
জেনো, অহমের রঙ কালো!
মোহের রঙ কালো!
এরূপ কালো কালো যতো অন্ধকারের কলরব-
শুদ্ধতার ইরেজারে মুছে মুছে সাদা করো সব।
দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার।।