বাঁচতে হলে হাসতে হবে
সময় যেমনই থাক!
সব দুঃখ উড়িয়ে দিয়ে
সুখগুলো বেঁচে যাক।।
হাসির মাঝে মনে সাজে
নানান রঙের ফুল,
সৌরভে তার মিশে থাকে
স্বপ্নরা হয়ে আকুল।
সুখের সাথে চলার পথে
হাসি, জীবনের বাক।।
হাসো তুমি প্রাণভরে আজ
মুখ করো না মলিন,
হৃদয় মাঝে আনন্দ গড়ো
দুঃখ করে বিলীন।
তোমার কাছে হাসির ছলে
বাকি সব হেরে যাক।।
(এটি মূলত গানের কবিতা।)