বাবা দিবসে- বাবাহীন, আমার বিষাদে কাটে দিন,
হৃদয়জুড়ে সপ্তসুরে বাজে বেদনার বীণ।

জীবনের আলপথে-
নেই আজ বটবৃক্ষ কোনও,
ছায়াহীন, মায়াহীন-
তপ্ত দুপুর সারাক্ষণ যেন,
হেঁটে চলি স্নেহের স্পর্শ ছাড়া!

বিরামহীন দীর্ঘশ্বাসে-
বাতাসে বয়ে চলে শনশন কান্নার গান আমার,
কেউ শোনে না!
ফিসফিস করে বলি, ওরে মহাপ্রাণ,
ভালো থেকো বাবা আমার,
ভালো থেকো- হে নীল আকাশের তারা!