মেয়েঃ আমার বাবা মিস্টি বাবা,
আমার বাবা ভালো ।।
বাবাঃ তুমি আমার সোনামনি,
আঁধার রাতের আলো ।।
মেয়েঃ সুখে দুখে বাবা তুমি,
আমার বটের ছায়া ।।
বাবাঃ তুমি আমার নয়নমনি,
আমার মায়ের মায়া ।।