আছে সাহস? হে যুবক,
করবে একটু আয়নাবাজি!
তবে এসো, বিচারের মুখোমুখি
এ বিচারে 'বিবেক' কাজী।

দাড়াও তুমি কল্পনায় চড়ে,
আয়নার সামনে- অর্ন্তদৃষ্টি খুলে।
নিরপেক্ষ বোধনে, আমিত্ব ভুলে
সবার উর্ধ্বে মনুষ্যত্ব তুলে।

কি প্রতিবিম্ব দেখছো যুবক
মানুষের নাকি পশুর অবয়ব?

যদি দেখো মানুষ তুমি,
তোমায় তবে জাতির অভিবাদন।
অন্যথায় কামনা- এই আয়নাবাজি,
করুক তোমায় আজই সংশোধন।
----------
ইংরেজি অনুবাদ
----------
Mirror Challenge

Have the courage? Hey young man,
Will do a little mirror challenge!
If,  let's face it.
In this trial, 'conscience' is the judge.


Hold on to your imagination.
In front of the mirror - open the insights.
Feeling neutral, forgetting egotism.
Raising humanity above all else.


What a reflection you see young people?
The human or animal form?


If you are a human form
You are welcomed by the nation
Otherwise, I wish- this mirror challenge
Let  fix you today.