বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা হয়েছে,
বাঙালির কলঙ্ক তিলক মুছে গেছে কিছুটা।  
তবে জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হয় নি বোধহয়!
হলফ করে বলা যায়, বঙ্গবন্ধুর সোনার বাংলায়-
যেসব দুর্বৃত্ত, দুর্জন ব্যক্তিরা এখনো
প্রতিনিয়ত বঙ্গবন্ধুর আদর্শকে খুন করছে,
মুখোশের আড়ালে থেকে, পঁচাত্তরের খুনিদের মতো-
ওরাও ভয়ঙ্কর ভীষণ! বিচার হওয়া উচিত।
'মনস্তাত্ত্বিক ফাঁসি চাই ওদের।'
চাই সামাজিকভাবে বয়কট করে-
মানসিকভাবে দূর্বল করে দেয়া হোক ওদের।
সর্বস্তরের বাঙালিকে, আগস্টে, নিতে হবে আদর্শিক শপথ,
দেশের দুর্বৃত্তায়নের চক্র ভেঙে ফেলাই হলো-
'প্রস্তাবিত মনস্তাত্ত্বিক ফাঁসি' কার্যকর করবার একমাত্র পথ।

--------------
ইংরেজি অনুবাদ
--------------

The Oath Of August

The killers of Bangabandhu have been hanged,
The stigma of Bengali has been somewhat erased.
However, the nation was not completely free from stigmatization!
I swear, In Bangabandhu's golden Bangla-
Those rogue, wicked people are constantly
Still killing Bangabandhu's ideology,
Wearing veils, Like the murderers of ‘75
They are terrible too! They should be judged.
I want them to be psychologically hanged.
Want to boycott socially-
Let them be mentally weakened.
In August, of all spheres of the society, Bangalee will have to take an ideological oath,
In the country, Breaking the cycle of corruption:
The only way to execute the proposed psychological execution.