আটশো কোটি জোড়া সমুদ্র পৃথিবীর বুকে,
কথা কয়- চোখে চোখে, জলে জলে!
লোনা জলের স্বাদ-
সুখে-দুঃখে সবার চেনা,
অচেনা শুধু জীবনের মানে-
'আদিম রহস্য' সে এখনো রহস্যময়!
ঘুরপাক খায় কষ্টরা, প্রতিজনে, জোড়া সমুদ্রে-
কূল-কিনারাহীন!
তবু, ঝড় ওঠে, রহস্যভেদ নেশায়-
চোখ যুগল শান্ত হয় নি আজ অবধি- অস্থিরতার!
বয়ে চলে জোড়া সমুদ্র, সংখ্যায় বাড়ে, ফুলে ফেঁপে ওঠে-
অ্যাকুয়াস হিউমার!

সবগুলো জোড়া সমুদ্র- প্রশান্ত হবে যেদিন,
সে স্বর্গসময়কাল কতো দূরে?
ঘুমিয়ে আছে কোন সভ্যতার বুকে?
রহস্যময় সমুদ্রজলে মানব ডোবে বিরামহীন...