তামাম দুনিয়ায় প্রান্তরে প্রান্তরে জনচিত্রে
মুহুর্মুহু মানবতার বার্তা বেজে উঠুক, ছড়িয়ে পড়ুক  
আঠারো বছর বয়সের দুর্বার গতিতে...
ফিরে ফিরে আসুক সবার উদ্দীপ্ত নিউরনে
বাসযোগ্য পৃথিবী গড়ার তাড়া।
অবাক পৃথিবী তাকিয়ে দেখুক,
'মানবতার কল্যাণে নিবেদিত সাম্যবাদী সমাজ'
যেমন সময়চিত্র খুঁজেছেন আমৃত্যু আমার কবি সুকান্ত!

আসুক সুকান্ত সময় পৃথিবীর বুকে, অবারিত মানবপ্রেমে।

---
উৎসর্গঃ কবি সুকান্ত ভট্টাচার্যকে।