এই সময়ে :
মিথ্যা, বানোয়াট তথ্য প্রচারে কারো বিবেকে-যান্ত্রিক ত্রুটি হয়না !
আশ্চর্য ।
কিন্তু, এই আশ্চর্যে কোন আশ্চর্যবোধক চিহ্ন নাই ।
বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে- জনরাণ্যে মানুষবিহীন প্রায় সব জনপদে !
ধর্মের বয়ানে মিথ্যা শুনি, কর্মের বেলায় ভন্ডেরা মুখোশ পরে সাজে ঋৃষি-মুনি!
তন্ত্রে-মন্ত্রে মিথ্যুক তান্ত্রিকের ভর, সুশীল মনেও বাস করে মিথ্যার চর !
ব্যক্তিজীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলছে মিথ্যার বেসাতি বেপরোয়া ।
অথচ, কোন পর্যায়ে কারো বিবেকে-যান্ত্রিক ত্রুটি হয়না !
ধ্বংসস্তুপের সময়চিত্রে - আশ্চর্যে 'আশ্চর্যবোধক' চিহ্ন রয়না !!!