যতদূর চোখ যায় আমার, দেখি বেদনার নীল আকাশ!
এলোমেলো বাতাসে, জমা রাখছি যতোসব দীর্ঘশ্বাস!
হয়তো, একদিন তুমি আকাশ দেখবে।
প্রিয় প্রাসাদের জানালা খুলে-
নেবে নাগরিক বাতাসের স্বাদ।
সেদিন আকাশ বলে দিবে,
নীলকন্ঠ প্রেমিকের মনের গান
কেমন শনশন ঝড়ো সুরে গায়- বিরামহীন। তপ্ত তমসায়!
-------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।