উদাহরণমাত্র,
একসময় পাথর কেটে কেটে ঘর বেঁধেছি আমরা,
এখন ইট-পাথর গেঁথে গেঁথে বাঁধি ঘর।
স্থাপত্যকলায় জৈবরাসায়নিক ভালোবাসায়-
এগিয়ে চলে সময় অবিরত ক্লোক-ওয়াইজ বরাবর।
এরূপ,
রুচিতে রূপান্তর শৈল্পিক,
ডিএনএ'র বিবর্তন গ্রথিত সাথে।
তবুও শিল্পীর ছোঁয়া অপরিহার্য!
আঁধারে অস্বীকার সাময়িক,
প্রস্ফুটিত ফুল সৌন্দর্য্যে স্পষ্ট প্রাতে!