আমাজন জ্বলে-
জ্বলে পৃথিবীর বুক!
জেনে রেখো মানব,
এই আগুনেই যাচ্ছে পুড়ে-
তোমার আগামীর বহু সুখ!
সবুজই পৃথিবীর প্রাণ,
অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের- নিরন্তর সাম্যতায়:
চলে সবুজ ফুসফুসেই অবিরত ধারায়-
মানবের বেঁচে থাকার গান।
সবুজই পৃথিবীর প্রাণ।। সবুজই পৃথিবীর প্রাণ।।
সে ফুসফুস যদি পোড়ে আগুনে-
হবে নিশ্চিত ক্যান্সার!
তুমি বাঁচবে না, বাঁচবে না পৃথিবী-
চলমান সভ্যতা হবে ধ্বংসস্তুপের সম্ভার!