আমি আর এলিয়েনা,
সন্ধি করেছি পৃথিবী আর মঙ্গলের!
প্রেমের বন্ধনে, আলোর বেগ অতিক্রমে-
আমাদের দেখা হয়েছিল সপ্তর্ষিমন্ডলে!
সেখান থেকে তাঁকিয়ে দেখি-
কী সুন্দর পৃথিবী! কী দারুণ মঙ্গল!
তারপর, হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,
দু'জনেই সমস্বরে বলেছিলাম,
"গ্রহে গ্রহে সবার জীবনটুকু সুখী হোক।"
লিপিবদ্ধ হলো প্রতিশ্রুতি, আমাদের প্রেমে-
নিরাপদ মহাকাশ। সবাই স্বাগত ভ্রমণে!
ভালোবেসে, তোমরাও কথা দাও-
কখনো হবে না 'স্টার ওয়ার' মহাবিশ্বের বুকে!