যখন থেকে কবিতায় রঞ্জনা, অঞ্জনা... বন্দনা গুরু
তখন থেকেই অধিকার হতে নারীর বঞ্চনা শুরু !!!
নারীর গুনের গান গাও, নারীর অধিকারের কথা কও– কবিতায়
কলমের ধার বাড়িয়ে দাও- পুরুষ মনের প্রশস্ততায় !
রুপের কীর্তণ বা প্রেমের কবিতার নাই প্রয়োজন - তা বলছিনা,
সুখময় অনুভুতির প্রকাশ বন্ধ হোক কবিতায় - তা চাইছিনা ।
তবে, সাথে সাথে তার, কবির আছে আরও কাজ-
গড়তে বিশ্বময় একটি আলোকিত সমাজ ।
বন্ধু কবি আমার,
তাকাও একবার ...
তুমি কি দেখোনা - কি হারে বেড়েছে নারী নির্যাতন !
তুমি কি দেখোনা - কি হারে বেড়েছে নারী ধর্ষণ !
তুমি কি দেখোনা - কি হারে বেড়েছে নারী সাথে প্রতারণা !
তুমি কি দেখোনা - কি হারে বেড়েছে নারীকে পণ্য বানানোর ছলনা !
এরূপ আরও কত কত ছবি, কত কত সংবাদ-
প্রতিদিনের পত্রিকা ভরে যায়
অথচ কবি,
এসবের কিছু নাই তোমার কবিতায় !!!
এখন থেকে একটু শোনো কবি- কমল কন্ঠের অধিকার হারার ডাক
তোমার কবিতায় প্রেমই শুধু নয়, নারীর অধিকারের কথাও ভাষা খুজে পাক ।