ওহ্ সময়, ওহ্ প্রিয়তমা
শৈশবে মেলেনি সুখ, কৈশরেও না।
যৌবনে ফোটেনি ওই ফুল
জীবনের মৌবনে!
বৃদ্ধবেলায়
তা...না...না...
সমস্ত সুখ আমার, তাই
মায়াবী মাটির কাছে
রেখেছি জমা।
যদি দেখা হয়, হাওয়া'র খেলা শেষে!
--------
কবিতাটি দৈনিক স্বদেশ প্রতিদিন এ প্রকাশিত।