শিশিরে ভেজা অঘ্রানের চাঁদ
তোমার আকাশে ভাসে,
জোছনার জলে ডুবে ডুবে প্রেম
আমার কাছে আসে!
অথচ,
হাসে দূরে কুয়াশার নেকাবে ঢাকা
আসন্ন বিরহ মুখ,
ক'দিন পরে অমাবস্যার রাতে হয়
স্বপ্ন মরণের সুখ!
---------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।