এই সময়ে এসেও- মানুষ নামের প্রাণীর কাজে মানুষেই পাচ্ছে লাজ!
এই পৃথিবীর বুকে সব প্রান্তরই বুঝি- আঁধারে আঁধারে ঢেকে গেলো আজ!
ব্যক্তি মনে,
সমাজ মনে,
রাষ্ট্র মনে,
বিশ্ব মনে-
কোথাও কোন আলো নেই!
বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা- আদিম যুগে যেমন ছিলো, অবস্থা এখনও সেই!!
পৃথিবীর বুকে- সূর্যের আলো জ্বলে ওঠা মানেই দিনের শুরু নয়!
মানুষের মনে- আলো জ্বলাতেই কেবল রাতের শেষ হয়।
সময়টা এখন অনেক রাত- আধুনিক আইয়্যামে জাহেলিয়াত ।