আমি ডাকি কুহু কুহু,
বন্ধু বলে- উহু উহু,
এ জনমে প্রেম হলো না!
না... হলো না,
এ জনমে প্রেম হলো না ।।
ফুল জনম শেষ হলে
বসন্তও যায় চলে,
বন বনানী সাজেনা আর-
বাহারি রঙে ঢঙে!
সময় মত প্রেমের সাধন
নসিব হলো না,
ব্যর্থ হলো বন্ধু বিনে-
স্বর্গ সাধনা ।।
এ জনমে প্রেম হলো না ।।
প্রেম হলো জলের খেলা,
জীবন সুখের ভুবনে,
প্রেম ছাড়া বাঁচে বলো-
ঋষি, মুনী কোনজনে?
জলের সাথে জল মিলনে,
সমুদ্র হয় রচনা ।
হৃদমাঝারে বন্ধু বিনে
মরুময় যামানা ।।
এই জনমে প্রেম হলো না ।।
( মূলত এটি মরমী গানের কথা )