মুকুল কি বলে কোনদিন
মৌমাছি মুকুন্দ খেয়ে,
মৌচাকে ভরে দিন দিন
অমৃতফুলের গন্ধ পেয়ে ;
বাবুইপাখী কি কথা কয়
বসন্ত বাতাসের সাথে?
বাসাগুলি হেলেদুলে বয়
প্রভাতপ্রাতের কণিকাতে।
ক্ষণে ক্ষণে গজে উঠে ঘাস
ঘাসফড়িঙের নাচানাচি,
গুলগুলি করে সাদাহাস
শিমুলঘাটের কাছাকাছি;
নীল আকাশের নীচে ঘুরে
বাছুরেরা সারাদিন গায়,
মায়ের সেই মোহনীয় সুরে
রাখাল সেই বাশরী বাজায়।
ভ্রমরেরা গুণগুণ রবে,
এদিকে ওদিকে ছুটাছুটি
বসন্ত উৎসবে সবে,
প্রজাপতি উড়ে কোটিকোটি!
নীলিমায় রংধনু জাগে,
পাহাড়ে বুলায় হাতছানি!
পৃথিবীর রাগে অনুরাগে
হৃদয়ে জুড়ায় তার গ্লানি।