বিস্মিত অধুনা মূর্তি গাথিয়াছে জলে
সেই আদীস্রজা করে সমুদ্র-মন্থন;
তাহার কঙ্কর কলে অতলের তলে
প্রবাল প্রতিম্ব দিয়া করিলা সৃজন
প্রবল ব্যঞ্জ আছড়ে পড়ে অগণন!
তবু তনু সয়ে যায় দুরন্ত উদ্দাম,
নানা সুরে খেলে মনু সুনীল বিমান,
ছুটে যায় মনরায় সুধা আহরণ!
কী মধুর শক্তি তুমি দিয়েছিলে ওগো!
সৌন্দর্য্যের মধুরা পিয়ে অমৃত আঁকো!
নারিকেল গজিয়াছে থরে থরে গিয়ে,
সেই মধু পানে মনু মত্ত হয়ে থাকো
পিঙ্গলের বক্ষ পরে বালুকা মিশিয়ে-
তোমার চোকের কোণে তারে ধরে রাখো!