তুমি যেন এক বিশাল আকাশ
যেখানে অজস্র গ্রহ আর নক্ষত্রপুঞ্জও
হারিয়ে যায় অজান্তে নিভৃতে
তাই হয়তো তুমি নিশ্চল, নিরপেক্ষ আর অক্ষুণ্ণ…
কিন্তু আমি.....
নিরন্তর নাগ লোকের বিভীষিকা কে
দাবিয়ে রাখা এক গতিশীল পৃথিবী
যার মাঝে মিশে ক্ষুদ্রতম বীজও
আষ্টেপৃষ্ঠে ছড়িয়ে নেয় আপন শিকড়।
আমার মাঝে কিছু হারায় না
আমি ধারণ করি নিজের মাঝে
সুপ্ত খনি, নীরব ঝর্ণা, উত্তাল সমুদ্র
যা সময়ে অসময়ে তোমাকে খুঁজে নিতে প্রস্তুত
আর তাই…..
আমি অনুরক্ত জীবনের
বিরাগ আর প্রণয়ের
হর্ষ আর বিষাদের
আমি তোমার মত নির্লিপ্ত হয়ে
বিজয়ী হাসি ধারণ করতে অক্ষম
তাই আমি জীবিত বর্তমানে
আর অতীত আজও আমার মাঝে প্রাণবান
রচনা কাল - ১২/০৭/২০২২