যেভাবে নদী করে অপেক্ষা
সমুদ্রে হারিয়ে যেতে।
যেভাবে পাহার করে অপেক্ষা
বরফের চাদরে ঢেকে যেতে।
যেভাবে মেঘ করে অপেক্ষা
বৃষ্টি হয়ে ঝরে পরতে।
যেভাবে তুলি করে অপেক্ষা
রঙ হয়ে ছড়িয়ে পরতে।
যেভাবে ফুল করে অপেক্ষা
বসন্তে ফুটে ওঠতে।
সেভাবেই তোমার অপেক্ষায় আমি
হারিয়ে যেতে, ঢেকে যেতে, ঝরে পরতে, ছড়িয়ে পরতে, ফুটে ওঠতে।
রচনা কাল - ০৯/১২/২০১৪