তোমাকে ভালোবাসতে গিয়ে আমি ভালোবেসেছি নদীকে,
ভালোবেসেছি স্থবির, শান্ত স্নিগ্ধ ঐ পাহাড়কে।
ভালোবেসেছি বহুবর্ষজীবী বৃক্ষকে।
তোমাকে ভালোবাসতে গিয়ে গোটা আকাশ,
সমগ্র পৃথিবীকে ভালোবেসেছি।
তোমাকে ভালোবোসতে গিয়ে আমি ভালোবেসেছি
রুক্ষ বন, তপ্ত মরুভূমি, দুর্গম উপত্যকা,
মহাদেশ আর মহাসাগরকে।
ভালোবেসেছি নীহারিকা আর ছায়াপথকে।
তোমায় ভালোবাসতে গিয়ে জেনেছি,
একজন নারীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হয়
নদী, পাহাড়, গাছ, গোটা পৃথিবী
আর সমগ্র মহাবিশ্বকে।
রচনা কাল - ২২/৩/২০১৮