স্বপ্ন তো সবাই দেখে,
কিন্তু প্রতিটি চোখে তার রং ভিন্ন।
পিতার স্বপ্ন—
আমার সন্তান হবে অটল পাহাড় মতো,
দিগন্ত ছুঁবে তার সাফল্যের কেতন,
কোনো হিসেবের খাঁচায় বাঁধা নয়,
সে হবে অবাধ, মুক্ত!
মায়ের স্বপ্ন—
কন্যার জন্য—
রাঙা সোনার কাঠি হাতে
উৎসবের আলোয় ঝলমলে এক সকাল,
ঢাকের বাদ্যি, রঙিন আলো,
আনন্দে ভরা এক গৃহস্থালি।
আর পুত্রের জন্য—
রাঙা আলতায় রাঙা পা,
চকচকে চোখের মায়া,
যার ছোঁয়ায় জ্বলবে সংসারের প্রদীপ।
প্রেমিকের স্বপ্ন—
চোখের তারায় আঁকা থাকবে
এক জোড়া মায়াবী হাতের ছোঁয়া,
নীরব বিকেলে বয়ে যাবে
নিঃশব্দ কোনো সঙ্গীত,
সময়ের ফ্রেমে বাঁধা পড়বে
এক চিলতে ভালোবাসা।
কবির স্বপ্ন—
ঝরাপাতার শব্দে গড়ে উঠবে গান,
আকাশের গায়ে আঁকা হবে
নতুন কোনো কাব্যের রেখা,
সকালের রোদ মেখে
কবিতার ছন্দ জাগবে হৃদয়ে।
আর বিপ্লবীর স্বপ্ন?
রক্তের প্রতিটি বিন্দুতে
জ্বলবে প্রতিশ্রুতির আগুন,
ভাঙবে অন্যায়ের শিকল,
আর সে গড়বে এমন এক ভোর—
যেখানে সূর্য উঠবে ন্যায়ের আলো নিয়ে।
রচনা কাল - ২২/৩/২০১৪