কখনও খেয়াল করেছ…?
প্রতিটি গল্পেই এমন কতগুলো চরিত্র থাকে…..
যাদের থাকা না থাকায় গল্পের কিছু আসে যায়না…।
তারপরও কেন জানি গল্পের ভেতর তাদের থাকা।…..
যেমন…
অন্ধকার গলির এক কোনে
কোন ভাঙ্গা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে…
অপরিচিত কোন ব্যক্তির সিগারেটের ধোঁয়া ওড়ানো…।
অথবা কোন অচেনা মানুষের প্রবল বৃষ্টিতে
ছাতা বিহীন মন্থর গতিতে গন্তব্য হীন হেঁটে চলা।
বা স্টেশনের প্ল্যাটফর্মে গালে হাত দিয়ে
নির্লিপ্ত বসে থাকা কোন ব্যক্তির চলন্ত ট্রেনের দিকে নিস্পলক তাকিয়ে থাকা।
এসব চরিত্র গুলো বরাবরই তুচ্ছ…গুরুত্বহীন।
কারো গল্পেই এদের কোন ভূমিকা নেই।
এদের নিয়ে কেউ ভাবে না,
তাদের কেউ মনে রাখার প্রয়োজন বোধ করে না,
এদের উপর নেই কোন দায়িত্ব, নেই কারও অভিযোগ।
এদের থাকা না থাকায় গল্প বা কাররই কিছু আসে যায়না….।
ভাবছ হঠাৎ এসব কেন বলছি???
কারণ গল্পের মুখ্য চরিত্রের প্রয়োজন মেটাতে মেটাতে আমি আজ ক্লান্ত।
ব্যাস বাকি জীবন টুকু গল্পের কোন একটি অপ্রয়োজনীয় চরিত্রে বেঁচে থাকতে চাই।।।
রচনা কাল - ২২/৩/২০১২