যখন হতাশার অন্ধকার আমাকে ঘিরে নেবে,
আর জন্ম নেবে দুঃখের দুর্ভেদ্য অরণ্য,
তখন তোমার করুণার মেঘ
আমাকে ঢেকে রাখতে চাইবে শীতল চাদরের মতো।
আমি তাকে ফিরিয়ে দেব।
আমাকে সইতে দাও—
যা তুমি সহ্য করেছ।
জীবনের শেষ প্রান্তে,
যখন থেমে যেতে চাইবে নিঃশ্বাসের প্রবাহ,
জীবনের নির্জন মরুস্থলে
উপেক্ষিত কিছু প্রাচীন উপকথা
হারিয়ে ফেলবে সব কামনা, বাসনা,
তখন আমার সমস্ত ক্লান্তি নিয়ে চলে যাব
তোমার দয়ার দীপ্তি থেকে দূরে—
সেখানে,
যেখানে কেউ পা রাখবে না।
তোমার বিষণ্নতার ঘরে।
আমি কিছু সুর রেখে যাব,
তোমাকে পাঠাবো বলে কিছু কবিতা,
কিছু মিষ্টি মুহূর্তের স্মৃতি,
আর ঝাপসা হয়ে যাওয়া অক্ষরের কিছু চিঠি।
তারপর, একদিন...
মৃত্যুর অশ্রুতপূর্ব আহ্বানে
সাড়া দেব নিরবে, নিভৃতে।
কেউ জানবে না...
কেউ জানবে না, কখনও আমি ছিলাম।