মানসী, আজ আর যেওনা তুমি,
থেকে যাও মায়াবী রাতের শেষ অবধি।
মিশকালো আঁধারে ঢেকে আছে পৃথিবী,
ঘন কুয়াশায় পথ পাবেনা খুঁজে।
পথের মাঝেই পাড়ি দিতে হবে খেয়া,
এত রাতে মাঝি কোথায় পাবে?
বরং ভোর হলে আমিই তোমাকে,
পৌঁছে দিব তোমার গন্তব্যে।
ভোর হতে এখনও কিছু সময় বাকী আছে,
বাকী আছে আমাদেরও কিছু কথা।
মানসী, তোমাকে আবার কখন কোথায় পাবো,
কে কোথায় চলে যাবো তারও কি ঠিক আছে?
আছে যত দেনা-পাওনা শোধে যাক আজ,
বাকী রেখে লাভ নেই অনাগত দিনের জন্য!
যেটুকু পাবে তার সবটুকু নিয়ে যেতে আজ,
থেকে যাও মানসী তুমি, মায়াবী রাতের শেষ অবধি।