ভালোবাসার রাজ্যে আমরা দুজন রাজা আর রানী,
রাজ দরবারে ভালোবাসা ছাড়া কোন কথা নেই!
রাজপ্রাসাদের একটু জায়গাও নেই ভালোবাসাহীন,
হেরেমখানার জলসাঘরে শুধু একটিই সুর-‘ভালোবাসা’!
সারা রাজ্যের প্রজারা উৎসবে মেতেছে অবিরাম,
স্বর্গোদ্যান ভরে গেছে হাজারো সুরভিত ফুলে!
দিনে দিনে কি করে হলো জমা এত ভালোবাসা,
একবারও কি ভেবেছি কখনো আমরা দুজন?
মান অভিমান আর টুকটাক ঠুকাঠুকি বাদ দিয়ে,
মেপে দেখিনি জমানো নিখাদ ভালোবাসার পরিমাণ!
তিল তিল করে জমানো ভালোবাসা কখন যে,
পাহাড়সম হয়ে কানায় কানায় পূর্ণ হয়েছে রাজকোষ!
একবারও আমাদের মনে জাগেনি এ প্রশ্ন,
জমানো এত ভালোবাসা বিলানো যায় কি করে?
শাহী এলানে সারা রাজ্য জেনে গেলো সহসা,
রাজকোষ থেকে শুধু ভালোবাসাই বিলানো হবে!
দানের মহিমায় পুলকিত হৃদয়ে ভাবছি বসে সারাদিন,  
অফুরন্ত ভালোবাসার এ রাজভান্ডার শেষ হবে না কোনদিন!  
এমন মধুর স্বপ্নের কথাটুকু রাত দুপুরে তোমাকে শুনালাম যখন,
ভালোবাসা সত্যিই গভীর থেকে আরো গভীরে লুকালো তখন!