সুখের খোঁজে হন্যে হয়ে ঘুরো নিরবধি,
আড়ালে যে সুখ হাসে জানেন কেবল বিধি!
সুখের পাশে দুঃখ বসে বলছে বারবার,
চির সুখী এ জগতে আছে, নাম বল এক জনার।  
সুখকে আপন ভাবতে গিয়ে দুঃখকে যদি দাও বিসর্জন,
মনে রেখো তোমার জীবনে সুখ হবে না অর্জন।
রাতের শেষে আলো এসে ঘুচায় যেমনি অন্ধকার,
দুঃখের শেষে সুখও আসে তেমনি বারবার।  
হৃদয় মাঝে যতই থাকুক সুখের আনাগোনা,
আড়ালে যে দুঃখ আছে লাগবে তোমার জানা।
ক্লেশ যতই দূর করে নাও মনের চুপিসারে,
ভাবছো বসে এ জীবনে দুঃখ আর পাবো নারে।
হঠাৎ করে ঝড় এসে যায়, ছুটে আসে বজ্রপাত,
ভেঙ্গে ফেলে সুখের ঘর, মরে কেউ তৎক্ষণাৎ।
যতই করো নিত্য স্নান স্বচ্ছ সরোবরে,
দিন শেষে জমবে ময়লা তোমার অগোচরে।
সুখের স্মৃতি মনে করে ভুলতে চাও দুঃখ যত,
একবারও কি ভাবছো তুমি, সুখ থাকে না নিয়ত।
দুঃখ যখন সাথী হবে তোমার প্রতিক্ষণে,
সুখের মূল্য বুঝবে তখন, সুখ যদি যায় নির্বাসনে।