এই সেই স্মৃতির বকুলতলা যেখানে এক প্রভাতে,
প্রথম দেখা হয়েছিলো হঠাৎ করে তোমার সাথে।
এই সেই শানবাঁধানো ঘাট যেখানে বসে আমি,
শুনেছিলাম অনেক স্বপ্নের কথা পাশে ছিলে তুমি।
এই সেই গাঁয়ের মেঠো পথ যার উপর দিয়ে,
হাতে হাত ধরে দুজনে হেঁটেছি কত নগ্ন পায়ে।
এই সেই পাথরে বাঁধানো সমাধি ফুলে ফুলে ঢাকা,
যেখানে আজো ঘুমিয়ে আছো তুমি আমাকে রেখে একা!
এখন আর আমি চাইনি যেতে সেই বকুলতলায়,
বসিনি সেই শানবাঁধানো ঘাটে হিজল গাছের ছায়ায়।
যে পথ দিয়ে গিয়েছিলো একদিন তোমার অন্তিম যাত্রা,
সে পথে হাটিনি কোন দিন বাড়াতে শোকের মাত্রা।
যে সমাধিতে ঘুমিয়ে আছো তুমি বড়ই একাকী এখন,
ইচ্ছে করে বসে থাকি সেখানে আমি সারাটি জীবন!
সুন্দর এ পৃথিবী ছেড়ে আমি চলে যাবো যেদিন,
প্রিয়তমার সমাধি পাশে রাখিও দেহখানি সেদিন!