দেহের মাঝে প্রেম নয়, প্রেম থাকে মনে,
দেহের বড়াই করলে বেশি, প্রেম যায় নির্বাসনে।
একটা সময় দেহটা যখন করে বসে বিদ্রোহ,
থাকেনি মনে আগের মতো প্রেম নামক মোহ!
ভালোবাসা করতে জয়, হয় দুঃখের সাথী,  
ভাঙতে হয় নিয়ম কানুন, মানতে চায়নি নীতি!  
সেই ভালোবাসা পেতে কাঙালের মতো,
হাত বাড়িয়ে পায়নি কিছু ভিক্ষা করুক যত।
দেয়নি কেউ প্রেম প্রতিদান, কেউ চায় ক্ষমা,
তুমিতো আর রেখে যাওনি ভালোবাসা জমা?
চাইলেই যে পেয়ে যাবে মনটা যখন তখন,
জেনে রাখো লাইলী মজনুর যুগটা নয় এখন।
পাগল প্রেমিক একটা সময়, থাকে ধ্বংসের নেশায়,
জোর করে যখন তখন ভালোবাসা করেছে আদায়।
সেও এখন বুঝতে পারে দেহটা এখন আর,
ইচ্ছে করলেই পারবে না করতে সব ছারখার।  
আজব সব নিয়ম মেনে ধরণী যখন চলছে,
নিয়ম নীতির সাথে এখন নিত্য আপোষ করছে।
নীতিকথা একটা সময় মানতে কষ্ট হতো,
সেই নীতিকথাই এখন ফুটে মুখে অবিরত!
সময়ের কাছে হেরে গেছে প্রেম কিংবা দ্রোহ,
বিরহ কাতর দেহ মনে নেই জীবনের মোহ!
কোন কিছুই থেমে নেই, নিয়ম মেনে চলে,
বন্দী হয়ে যাচ্ছে সবাই, অসীম সময়ের জালে।
নিষ্ঠুর নিয়তি শুনতে চায়নি কারো মিনতি,
জীবন যুদ্ধে হেরে গিয়েই, ঘটে জীবনের ইতি!