তুমি যে অনেক স্বপ্নের মানুষটি ছিলে আমার,
আশা ছিল গড়বো একটি ‘তাজমহল’ স্মৃতিতে তোমার।
চেয়েছিলাম অনন্তকাল টিকে থাকবে মোদের প্রেমের সম্মান,
তাইতো প্রণয় অবসানে জ্বালাতে চেয়েছি ‘শিখা অনির্বাণ’।
পাষাণের স্বরূপ নান্দনিকতায় ভরা সুরূপে হতো বিকশিত,
মর্মর পাথরে গেঁথে রাখতে চেয়েছি মোদের ভালোবাসা যত।
গল্পের মাঝে শোনাতে চেয়েছি মোদের পবিত্র ভালোবাসাকে ,
যুগ যুগ ধরে আগত সারা বিশ্বের প্রেমিক প্রেমিকাকে।
অনুরাগের সমস্ত কলা পাথরের বুকে শোভিত হতো,
হৃদয় ঐতিহ্যের ধবল গরিমা শুধুই প্রেমের কথা বলতো।
লিখতে চেয়েছি এমন একটি চিঠি তোমাকে,
যা কিনা খোদাই করে রাখতাম মর্মর পাথরের বুকে।
হৃদয়ের নির্যাসে ভরা স্বপ্নিল শুভ্র হাজারো আঁচড়ে,
স্মৃতির মন্দিরে থাকতো সে সব মোদের প্রেমের সোনালী স্বাক্ষরে।
এঁকেছিলাম দিবানিশি তারই নকশা মিশিয়ে মনের মাধুরী,
গাঁথতে চেয়েছি এমনি একটি সৌধ দুনিয়ায় যার নেই জুড়ি।
থাকতে চেয়েছি চিরদিন তোমাকে নিয়ে হৃদয় যমুনার পাড়ে,
কিন্তু তুমি যে আমার ‘মমতাজ’ নও জেনেছি অনেক পরে!
তোমার দেয়া কষ্টের স্মৃতিগুলো নিয়ে আজও ফেলি অশ্রুজল,
তাইতো তোমাকে নিয়ে গড়া হলো না আরেকটি ‘তাজমহল’!