তোমাকে কাছে পাবার আকুতি আমার,
একটুও কমেনি বরং বেড়েছে দুর্নিবার।
দীপশিখা হয়ে তুমি আজও জ্বলছ অনির্বাণ
হৃদয়ের গহীন আঁধারে, তুমি যে আমার মন প্রাণ।
মরতেও চাই না আমি তোমাকে একা রেখে,
কিছুতেই হারাবে না তুমি আমার জীবন থেকে!
জানি, সাগরের জল কখনো হবে না শেষ,
সীমানা বিহীন থেকে যাবে অনন্ত নীল আকাশ।
তেমনি তোমার ভালোবাসাও অমর হয়ে আছে,
তাইতো তৃষ্ণার্ত মন সারাক্ষণ তোমাকে চায় কাছে।
ডাকবো তোমায় যখন মিষ্টি নামটুকু ধরে,
জবাব দিও প্রিয়তমা অতীতের স্মৃতিগুলো মনে করে।
তপ্ত মরুবক্ষে তাতেই হবে শীতল জলের সিঞ্চণ,
বৃষ্টির অহংকারে খুঁজে পাবো আমি স্বপ্নের মরূদ্যান।