জীবনের সব কটি চেনা পথ হারানোর পর ,
সম্মুখে এখন আমার শুধু গাঢ় আঁধার।
চলার পথের শেষ কোথায় নেই তা জানা,
তবুও আঁধারেই চলতে হবে পথ যতই অচেনা।
প্রেমহীন, কণ্টক ভরা গন্তব্যহীন এ চলার মাঝে,
জানি না কোনদিন পাবো কিনা পথের শেষ খুঁজে!
সুহৃদ শুধু এখন আমার নিকষ কালো আঁধার,
তাকে নিয়েই তাই প্রণয়ের গান গাহি বারবার!
পেছনে ফেরার কোন অবকাশ এখন আর নেই,
তাই এগুতে হবে কলুষিত অস্থিত্বকে সাথে নিয়েই।
প্রতিক্ষণের সাথী যখন হলো আদিম এ আঁধার,
মেনে নিলাম চিরদিন থাকতে হবে সঙ্গী হয়ে তার।
আমি আজ পথহারা এক নিঃস্ব নিশাচর,
অলিখিত অমরত্ব নিয়ে হয়ে গেছি যাযাবর।
নিয়তি কিংবা দুঃখ-তোমরা যে যাই বলো,
তাকেই এখন জীবনের পাথেয় বলে মানতে হলো!