কল্পনার ফানুস ওড়াতে কোন অসুবিধা ছিল না,
স্বপ্ন দেখতেও ছিল না কোন মানা।
তোমাকে না পেলে আমি কি করবো,
আর আমাকে না পেলে তুমি কি করবে।
সব নদী যেমনি সাগরে মিশে না,
তেমনি সব মেঘেও বৃষ্টি ঝরে না, শুধুই উড়ে যায়।
একটা সময় আমাদের ভালোবাসাও কি
হারিয়ে যাবে দূর কোন অজানায়?
এমনি শত ভাবনা আর আশংকায় একটা সময়
বেদনায় নীল হয়ে যেতো দু'জনের মন!

মনে পড়ে একদিন বলেছিলাম-তোমাকে না পেলে
আমি ঝাল মুড়ি কিংবা বাদাম বিক্রেতা হয়ে,
পার্কে পার্কে তোমাকে শুধু খুঁজবো।
হয়তো দেখবো আমার ভালোবাসার মানুষটি,
কতই না সুন্দরভাবে হাসছে নতুন জীবন সঙ্গিনীর সাথে!
উত্তরে তুমিও হেসে হেসে বলেছিলে-
আমিও কাজের বুয়া হয়ে,
তোমার বাসায় কাজ নিবো।
আর দেখবো আমার ভালোবাসার মানুষটি,
কতই না সুখে সংসার করছে নতুন প্রেয়সী কে নিয়ে!

জীবনের কি অদ্ভুত সমীকরণ!
সেদিনের সে কথাগুলো আজ,
কাকতালীয় ভাবে ভীষণ সত্যি হয়ে গেলো।
আমাদের দুজনের চাওয়া আর পাওয়া,
কত না সুন্দরভাবে মিলে মিশে একাকার হলো।
কেও কাউকে আর হারাতে হলো না,
দুজনেই থেকে গেলাম একে অন্যের হয়ে!

আমি এখন পার্কে পার্কে সারাদিন ঘুরে,
ঝাল মুড়ি কিংবা বাদাম বিক্রি করি।
আর রাতে বাসায় ফিরি দেখি-
আমার বাসার স্থায়ী কাজের বুয়া টা,
অপেক্ষায় বসে আছে আমারই জন্য।