আমার হৃদয়ের মাঝে যখন প্রেম ছিল,
পৃথিবীটা মনে হতো ভালোবাসার আধার।
ভীষণ অনুরাগ ছিল কবিতার প্রতি,
আবৃত্তির প্রতিটি কলাকে শোভিত করে
কবিতা শুনাতাম ভালোবাসার মানসীকে
আমি যেন ছিলাম এক বিশ্বপ্রেমিক!

আমার হৃদয়ের মাঝে যখন প্রেম ছিল,
প্রকৃতি আমার জন্য ছিল বড়ই উদার।
বৈশাখের আম্রকানন, বর্ষার ভরা নদী,
শ্রাবণের অবিরাম বর্ষণ, শরতের শুভ্র আকাশ,
বসন্ত ফুলের সুভাষ ভরা মোহিত কানন,
আমার কাছে সবই অতি আপনজন!

আমার হৃদয়ের মাঝে যখন প্রেম ছিল,
মনটা ছিল প্রানোচ্ছল, মুখে অঢেল হাসি।  
জীবনের নেশা ছিল সুখের ঘর বাঁধার,
হৃদয় বীণায় সুরের সাধনা অবিরাম।
কঠিন বলতে মনে হয়নি কোন কিছুই,
দুর্জয়, দুর্গম ছিল আমার ভাবনার অতীত!

আমার হৃদয়ের মাঝে যখন প্রেম ছিল,
সুধাময় জীবন ছিল সুরেলা বীণার তার।
জগতের সব সুর মিশেছিল জীবনে,
ঝরনার কলকল ধ্বনি, কোকিলের কুহুতান,
অজানা সব পাখির মধুর কোলাহলে,
তন্ময় থাকতাম সকাল, দুপুর কিংবা সাঁঝে।

এখন হৃদয়ে প্রেম বলে কিছু নেই,
‘সব কিছু হারিয়ে নি:স্ব পথিক মাত্র!
প্রেমহীন জগত সংসারে শুনতে হয়,
আমি নাকি ‘ভবঘুরে’ অচেনা মানুষ!
ব্যর্থ প্রেমের আগুনে জ্বলে-পুড়ে অবশেষে,
জীবনটা আজ আমার এমনতরো হয়েছে!