অবুঝ মনে একদিন ছুঁয়েছিলাম লজ্জাবতী লতা,
কতটা লজ্জা পেলে এমনি করে ভেঙ্গে পড়বে,
সেদিন আমার ছিল না তা জানা।
প্রিয়তমার হাত দুখানা ধরেছি যেদিন প্রথম
সেও দেখি আরেক লজ্জাবতী লতা!
শান্ত দীঘির স্বচ্ছ জলে ঢিল মেরেছি খেলাচ্ছলে,
ঢেউয়ের নাচন শুরু হলো সারা দীঘি জুড়ে।
যেদিন প্রেয়সীকে প্রথম বললাম-
‘তোমায় আমি ভালোবাসি’
তার মনের মাঝে বয়ে গেলো যেন এক ঝড়,
কাঁপন ধরেছিল কুমারী লতার লকলকে শরীরে!
নরম মাটির তুলতুলে দেহ ভেদ করে,
রোপিত সুপ্ত বীজ থেকে গজালো যে চারাগাছ,
দিনে দিনে ধরণীর বুকে হলো এক মহীরুহ!
দীঘির জলে আজও চলে ঢেউয়ের নাচন,
কখন বন্ধ হবে জানে না কেউ।
লজ্জাবতীর দেহে সেদিন জেগেছিল যে কাঁপন,
থামেনি আজও, চলছে দুর্নিবার!